রামুতে চোলাই মদসহ আটক ৩
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৮, ১৪:৫৬
কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ২০০ লিটার দেশীয় চোলাই মদসহ তিন নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এরা হলেন- গোল বাহার বেগম (৫০), সেতারা বেগম (৩৫) এবং খুরশিদা বেগম (৪৫)।
১ অক্টোবর (সোমবার) রাত ৯টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ও রশিদনগর এলাকায় এ অভিযান চালানো হয়।
রামু থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জোয়ারিয়ানালার হাসপাতাল পাড়া ও চা বাগান এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে বিপুল পরিমান চোলাই মদসহ মো. ইকবালের স্ত্রী গোলবাহার বেগম এবং মৃত হোছেন আলীর স্ত্রী খুরশিদা বেগমকে আটক করা হয়।
এরপর রশিদ নগর ইউনিয়নের জেটি রাস্তার মাথা এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে চোলাই মদসহ হেলাল উদ্দিনের স্ত্রী সেতারা বেগমকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।