হবিগঞ্জে স্কুলছাত্রীদের বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৪

জাগরণীয়া ডেস্ক

হবিগঞ্জের চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচ শতাধিক স্কুলছাত্রী বাল্যবিয়েকে লাল কার্ড দেখিয়েছে। একই সাথে তারা পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে করবে না বলে শপথ বাক্য পাঠ করেছে।

২৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে শপথ বাক্য পাঠ করান সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার। 

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় ইনাতাবাদ পল্লি সমাজের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়। 

পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত