কালীগঞ্জে বজ্রপাতে ২ স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৭

জাগরণীয়া ডেস্ক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বজ্রপাতের ঘটনায় চম্পাফুল হাইস্কুলের অষ্টম শ্রেণির দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে একই স্কুলের আরও দুই স্কুলছাত্রী। নিহতরা হলো- কালিগঞ্জের সাইহাটি গ্রামের বিল্লাল খার মেয়ে বিলকিস খাতুন (১৪), চম্পাফুল গ্রামের আকবর শেখের মেয়ে ময়না (১৪)। দগ্ধরা হলো- কালিগঞ্জের বালাপোতা গ্রামের রহিম শেখের মেয়ে রুবিনা (১৩) ও একই উপজেলার তেঁতুলিয়া গ্রামের হায়দার আলীর মেয়ে সাথী (১৪)।

১২ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৫টার দিকে কালিগঞ্জ উপজেলার চম্পাফুল বাজারে এ ঘটনা ঘটে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, বুধবার বিকেলে তারা চার বান্ধবী একসঙ্গে স্কুলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় চম্পাফুল বাজার এলাকায় পৌঁছালে বিকট শব্দে বজ্রপাতের ঘটনায় চারজনই আহত হন। এময় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিলকিস খাতুনকে মৃত ঘোষণা করেন। 

বাকি তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন দগ্ধ ময়না। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত