চুরির ৪০ দিন পর গৃহবধূর টাকা উদ্ধার, হস্তান্তর

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২১

জাগরণীয়া ডেস্ক

রংপুরে চুরি যাওয়া ১০ লাখ টাকা আদালতের নির্দেশে বাদী ঝর্ণা কর্মকারের কাছে হস্তান্তর করেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম। 

৯ সেপ্টেম্বর (রবিবার) কোতোয়ালী থানা প্রাঙ্গণে ওসি মুক্তারুল আলম আনুষ্ঠানিকভাবে এ টাকা হস্তান্তর করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই রাতে রংপুর মহানগরীর কামাল কাছনা এলাকার মৃত বসন্ত কর্মকারের স্ত্রী ঝর্ণা কর্মকারের বাড়ি চুরি হয়। চোরের দল বাড়ির আলমিরা ভেঙে নগদ ১০ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। পরে ঝর্ণা কর্মকার বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ ইরা আনোয়ার ও মমতা বেগম নামের দুইজনকে গ্রেপ্তার  করে।

আদালতে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন এবং টাকা কোথায় লুকিয়ে রেখেছেন তার সন্ধান দেন । চুরির ৪০ দিন পর বগুড়া থেকে ওই টাকা উদ্ধার করেন কোতয়ালী থানার এসআই জাবেদ আলী। এরপর আদালতের নির্দেশে ওসি মুক্তারুল আলম চুরি যাওয়া ১০ লাখ টাকা ঝর্ণার কাছে টাকা হস্তান্তর করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত