‘স্বাস্থ্যসেবার প্রতিটি ক্ষেত্রেই বিশেষজ্ঞ তৈরি করা হবে’

প্রকাশ : ২৯ আগস্ট ২০১৮, ১৩:২৫

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশে স্বাস্থ্যসেবার প্রতিটি ক্ষেত্রেই যেন পর্যায়ক্রমে বিশেষজ্ঞের সৃষ্টি হয় সেই উদ্যোগ নেবে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে কাজ চলছে- বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৯ আগস্ট (বুধবার) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ গোপালগঞ্জের চারিদিকের ৮টি জেলার ২০টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা জেলা পর্যায়ে মেডিক্যাল কলেজ করে দিয়েছি। দেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছিলাম। দু’টো মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে করা হয়েছে। আরও একটা করার পরিকল্পনা আছে। এভাবে পর্যায়ক্রমে আমাদের লক্ষ্য, প্রতিটি ডিভিশনাল হেডকোয়ার্টারে আমরা একটা করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করে দেয়া হবে। 

তিনি বলেন, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার পাশাপাশি শুধু হাসপাতাল করে ছেড়ে দেয়া নয়, বিশেষজ্ঞ তৈরি করা, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমিকভাবে অন্যান্য জায়গায়ও বছরে অন্তত একবার করে নিয়মিত ক্যাম্প করে চিকিৎসা সেবা দেয়ার উদ্যোগ নেয়ার প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের জন্য ২০ কোটি টাকার আলাদা একটি ফান্ড করে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হতদরিদ্র মানুষেরা যেন প্রয়োজনীয় চিকিৎসা পায়, সেই ব্যবস্থা করে দেয়ার জন্য এই ফান্ড গঠন করা হবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত