চৌহালীতে একদিনে ০৪টি বাল্যবিয়ে বন্ধ

প্রকাশ : ২৮ আগস্ট ২০১৮, ১৩:০৬

জাগরণীয়া ডেস্ক

সিরাজগঞ্জের চৌহালীত একদিনে ০৪টি বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) মোঃ আনিসুর রহমান​ ৷

২৭ আগস্ট (সোমবার) বিকালে উপজেলার  ৩ নং ঘোরজান ইউনিয়নের দক্ষিণ বরংগাইল গ্রামের শুকুর আলীর মেয়ে জুলেখা খাতুন (১২), রহিম মোল্লার মেয়ে মোছাঃ আন্না খাতুন (১২)। জুলেখা ও আন্না দুজনেই বোচারগাতী সরকারী নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ৷ চৌহালী কইরট গ্রামের মজনু মিয়ার মেয়ে মর্জিনা খাতুন (১৪), সে চরধীতপুর  দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী ৷ চৌহালী চরবিনানুই গ্রামের আঃ বাতেন ফকিরের মেয়ে মারুফা খাতুন (১৩), সে সূম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ৷

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার  আনিসুর রহমান বলেন, সোমবার বিকালে বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনা স্থলে যাই ৷ এ সময় কনে ও বরের পরিবারের লোকজনকে আটক করে থানায় নিয়ে আসি ৷ পরে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের ছেলে-মেয়েকে কোথাও বিয়ে দিতে পারবে না বলে অঙ্গিকার নেয়া হয় এবং উভয় পক্ষের কাছ থেকে মুচলিকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ৷

এ সময় উপস্থিত ছিলেন, চৌহালী থানার ওসি তদন্ত হাসিবুল্লাহ হাসিব, এস আই মোক্তার হোসেন প্রমুখ ৷

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত