মাদারীপুরে তরুণীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৮, ০২:২৩
জাগরণীয়া ডেস্ক
মাদারীপুরের রাজৈর উপজেলায় অজ্ঞাতপরিচয় (২৫) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৫ আগস্ট (শনিবার) সকালে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ সারিস্তাবাদ এলাকার একটি ধানের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সারিস্তাবাদ এলাকার একটি ধান ক্ষেতের পাশে এক তরুণীর মরদেহ দেখতে পায়। তারা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, নিহত ওই তরুণীর মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছে। এখনো নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
এ হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।