লক্ষ্মীপুরে বাল্যবিবাহ না করার শপথ ছাত্রীদের

প্রকাশ : ০৯ আগস্ট ২০১৮, ২৩:৩৯

জাগরণীয়া ডেস্ক

লক্ষ্মীপুরে বাল্যবিবাহ, যৌন হয়রানি, মাদককে লাল কার্ড, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড দেখিয়ে শপথ নিয়েছে পাঁচ শতাধিক ছাত্রী। ৯ আগস্ট (বৃহস্পতিবার) সকালে শহরের বালিকা বিদ্যা নিকেতন স্কুল মাঠে সামাজিক নানা ব্যাধি নিয়ে অনুষ্ঠিত এক সভায় শপথ নেন তারা। অনুষ্ঠানটির আয়োজন করেন শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বক্তব্য দেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল প্রমুখ।

জানতে চাইলে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল বলেন, গত ৮মার্চ পঞ্চগড়ের তেতুলিয়া থেকে টিফিনের টাকা বাঁচিয়ে সারাদেশে ভ্রাম্যমাণ এ সফর পরিচালনা করে আসছেন। ৫৯তম জেলা হিসেবে ৯ আগস্ট (বৃহস্পতিবার) লক্ষ্মীপুরে কার্যক্রম পরিচালনা করা হয়। ৬০তম জেলা হিসেবে চট্রগামে আগামী শনিবার কার্যক্রম পরিচালনা করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত