সিলেটে সড়ক অবরোধ, শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১৬:৩৯

জাগরণীয়া ডেস্ক

নিরাপদ সড়কের দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল করেছে শিক্ষার্থীরা।

২ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে নগরের চৌহাট্টা পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ-মিছিল করে তারা। এসময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস, নট পলিটিক্স’ ও নিরাপদ সড়ক চাই’, ‘পড়তে এসেছি মরতে নয়’ ‘টনক তুমি নড়বে কবে?’ এমন অসংখ্য স্লোগান মুখর করে তোলে নগরীর বেশ কয়েকটি পয়েন্ট।

এতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থীরা অংশ নেয়। তারা এসময়  নগরীর বিভিন্ন যানবাহনের কাগজপত্র চেক করে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে বাস চাপায় ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত