রাস্তার কাঁচ নিজেরাই সরাচ্ছেন শিক্ষার্থীরা

প্রকাশ : ০১ আগস্ট ২০১৮, ১৭:১১

জাগরণীয়া ডেস্ক

আন্দোলনরত​ শিক্ষার্থীদের বিক্ষোভে বিভিন্ন গাড়ির ভাঙচুর হওয়া কাঁচের টুকরা নিজেরাই ঝাড়ু দিয়ে রাস্তা থেকে সরাচ্ছেন শিক্ষার্থীরা।

অনন্য এ দৃশ্যটি ১ আগস্ট (বুধবার) বিকেল ৩ টা ২৪ মিনিটে রাজধানীর ধানমন্ডি এলাকায় দেখা গেছে । সেখানে গিয়ে দেখা যায়, ইউনিফর্ম পড়া শিক্ষার্থীরা ব্যাগ কাঁধে আর ঝাড়ু হাতে নিয়ে রাস্তার দুপাশের ভাঙা কাঁচের টুকরা পরিস্কার করে সরিয়ে দিচ্ছেন। এরই মধ্যে শিক্ষার্থীদের এ ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। প্রশংসা কুড়িয়েছে অসংখ্য মানুষের।

উল্লেখ্য, গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে বাস চাপায় ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

বেপরোয়া বাসের ধাক্কায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় টানা চতুর্থ দিনের মত রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে শিক্ষার্থীরা।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত