বাঁচতে চায় ছোট্ট ফিহা
প্রকাশ : ২৪ জুলাই ২০১৮, ১৪:৪৭
জটিল রোগে আক্রান্ত ১১ বছরের শিশু তাসনিয়া ফাইরোজ ফিহা বাঁচতে চায়।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পঞ্চম শ্রেণীর ছাত্রী ফিহা জটিল এপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্তান্ত। প্রতি সপ্তাহে তার চিকিৎসা বাবদ খরচ হচ্ছে ৫০ হাজার টাকা। এরই মধ্যে তার পরিবার প্রায় ১৭ লাখ টাকা খরচ করে ফেলেছেন। ফিহাকে সম্পূর্ণরূপে সুস্থ করতে প্রয়োজন প্রায় ১ কোটি টাকা। এরই মধ্যে নিঃস্ব প্রায় পরিবারটি চিকিৎসা ব্যয় মেটাতে সমাজের স্বচ্ছল মানুষের কাছে সহযোগিতা প্রার্থনা করেছেন।
ফিহার বাবা জানান, চোখের সামনে ধুঁকে ধুঁকে মরে যাচ্ছে আমার মেয়ে। সবার সহযোগিতায় বেঁচে উঠতে পারে ফিহা।
নিজের অসুস্থতা সম্বন্ধে তেমন কিছু না জানলেও ছোট্ট ফিহা জানায়, আমি জানি সুস্থ হয়ে যাব। প্রধানমন্ত্রী অনেক শিশুদের সহায়তা করেছেন। হয়ত আমাকেও দেখবেন। যদি উনার নজরে আমি পড়ি, তাহলে হয়তো বেঁচে যাব।
ময়মনসিং হ মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার ডা সৈয়দ হাসানুল ইসলাম আকাশ জানান, এ রোগের সুনিদির্ষ্ট চিকিৎসা হচ্ছে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন। সময়মত ট্রান্সপ্লান্টেশন না করা হলে রোগী সেপ্টিসেমিয়া আক্রান্ত হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।
ফিহাকে সাহায্য পাঠানোর ঠিকানা
ব্যাংক হিসাব নাম
মোছা. তাছলিমা আক্তার
সঞ্চয়ী হিসাব নং ১৩০০১
রুপালী ব্যাংক, ত্রিশাল শাখা, ময়মনসিংহ।
বিকাশ ০১৭১৪৮০৪২৭৯