ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ১৯:১১
জাগরণীয়া ডেস্ক
নিখোঁজের দুই দিন পর ময়মনসিংহের গৌরীপুরে বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২২ জুলাই (রবিবার) দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধূরুয়া আগপাড়া গ্রামের স্থানীয় মীর বাড়ির জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ২২ জুলাই (রবিবার) সকালে প্রতিবেশীর জঙ্গলে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
গৃহবধূর স্বামী ছিদ্দিকুর রহমান জানান, ২০ জুলাই (শুক্রবার) সন্ধ্যার পর থেকে তার স্ত্রী বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।