হরিপুরে বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ৩১ জুলাই ২০১৬, ১১:৪৮
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার আড়াই ঘণ্টা পর রবিবার (৩১ জুলাই) ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ওসি আরও জানান, সকাল ছয়টার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা, ডেমরা, আদমজী ইপিজেড, নারায়ণগঞ্জ বন্দরের চারটি স্টেশনের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
হরিপুরে চারটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে। এগুলো ১১০,১০০, ৩৬০,৪১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। এ ছাড়া দুটি গ্রিড উপকেন্দ্র রয়েছে। এর আগে শনিবার (৩০ জুলাই) রাত ৩টার সময় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুরে ২৩০/১৩২ কেভি গ্রিড সঞ্চালন উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের বিষয়ে প্রতিষ্ঠানের নিরাপত্তা পরিদর্শক শামসুর রহমান জানান, এই সঞ্চালন উপকেন্দ্রে একই শক্তি সম্পন্ন নয়টি ট্রান্সফরমার আছে। আগুনে একটি ক্ষতিগ্রস্ত হলেও বিদ্যুৎ সঞ্চালন ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছে না।