অবশেষে চলে গেলেন এসিডদগ্ধ মালা

প্রকাশ : ০৮ জুলাই ২০১৮, ১৬:৪৩

জাগরণীয়া ডেস্ক

এক মাস ২৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর কাছে হার মেনে চিরদিনের জন্য বিদায় নিলেন এসিড সন্ত্রাসের শিকার তানজিনা আক্তার মালা (১৭)। মালা ভোলা সদরের খাসিয়া গ্রামের বাসিন্দা এবং এ বছর এসএসসি পাস করেছে। 

গত ৭ জুলাই (শনিবার) রাত ১১টার দিকে ঢাকার মহম্মদপুরের সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমঘটিত জটিলতার কারণে গত ১৪ মে রাতে মালাকে তার নিজ বাড়িতে এসিড ছুড়ে মারে অপু নামে এক যুবক। অপু অনার্স প্রথম বর্ষের ছাত্র।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, ঢাকার সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসিড সন্ত্রাসের শিকার মালা মারা গেছেন। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগীর আলী জানান, ময়নাতদন্তের পর মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

গত ২৬ মে অভিযুক্ত অপুকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে অপু এসিড সন্ত্রাসের দায় স্বীকার করেছেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত