দাউদকান্দি থেকে অপহৃত কিশোরী নারায়ণগঞ্জে উদ্ধার, আটক ৪

প্রকাশ : ১২ জুন ২০১৮, ২১:১৬

জাগরণীয়া ডেস্ক

কুমিল্লার দাউদকান্দি থেকে অপহরণের তিন দিন পর অপহৃত কিশোরীকে নারায়ণগঞ্জের মিজমিজি থেকে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়া কিশোরী শারমিন আক্তার(১৪) লালপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী  ও উপজেলার নূরপুর গ্রামের লেয়াকত ভুঁইয়ার কন্যা। 

এ ঘটনায় আটককৃতরা হলেন- মেহেদী (১৮), রুবেল(২২), লাভলী(২২) ও ফরিদা (৩০)। 

এ ব্যাপারে ১২ জুন (মঙ্গলবার) দাউদকান্দি মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।

বাদীর বাবা জানায়, গত ৯ জুন (শনিবার) দুপুরে শারমিন পরিবারের অন্যান্যদের সাথে তার ভাবির বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। মাইক্রোবাসে করে যাওয়ার সময় উপজেলার রায়পুরে তাদের নিকট থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে শারমিনকে অপহরণ করে নিয়ে যায় ছিনতাইকারী চক্র। অপহরণের পর চক্রটি মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ছাত্রীর বাবা লেয়াকত বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

এ ব্যাপারে দাউদকান্দি থানার ওসি তদন্ত নুরুল ইসলাম বলেন, স্কুলছাত্রী শারমিন অপহরণের পর প্রথমে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় পরে তাদের সাথে ধর কষাকষি করে দুই লাখ টাকা মুক্তিপণ রাজি হয়। এসময় অধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে শারমিনের অপহরণের সাথে জড়িত দুই নারীসহ চারজনকে আটক করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত