সাতছড়ি উদ্যানে তরুণীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ০২ জুন ২০১৮, ১৩:২৬
জাগরণীয়া ডেস্ক
হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১ জুন (শুক্রবার) দিনগত রাতে চুনারুঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, উদ্যানের ওয়াচ টাওয়ার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গভীর বনে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না-তদন্তের রিপোর্ট পেলেই ঘটনার রহস্য উদঘাটন হবে বলে জানান ওসি।