ছাগলে ধান খাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আটক ১
প্রকাশ : ২০ মে ২০১৮, ১৭:১৩
ছাগলে ধান খাওয়ায় জায়েদা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় মেহের আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ২০ মে (রবিবার) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার ধুনট উপজেলায় চিকাশি ইউনিয়নে পুরান চিকাশি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জায়েদা খাতুন উপজেলার চিকাশি ইউনিয়নের পুরান চিকাশি গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী। আটক মেহের আলী একই গ্রামের ইউসুব আলীর ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে ধান মাড়াইয়ের কাজ করছিলেন মেহের আলী। এসময় জায়েদার বাড়ির একটি ছাগল এসে ধান খেতে শুরু করলে মেহের ছাগলটিকে প্রহার করে। এ দৃশ্য দেখে জায়েদার ছেলে আকবর প্রতিবাদ করে এবং দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে আকবরকেও পেটাতে শুরু করে মেহের। ছেলেকে বাঁচাতে গিয়ে এগিয়ে এলে মেহের বাঁশ দিয়ে জায়েদাকে আঘাত করে।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. এরফান বলেন, জায়দা খাতুনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মেহের আলীকে আটক করেছে পুলিশ।