নবীগঞ্জে প্রবাসীর মা-স্ত্রীকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ১৪ মে ২০১৮, ১২:১২
জাগরণীয়া ডেস্ক
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক প্রবাসীর মা ও বউকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন যুক্তরাজ্য প্রবাসী আখলাক চৌধুরীর মা মালা বেগম (৫০) ও স্ত্রী রুমি বেগম (২২)।
১৩ মে (রবিবার) দিবাগত রাতে উপজেলার সাদুল্লাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি এসএম আতাউর রহমান জানান, সাদুল্লাপুরে গ্রামের বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী আখলাকের মা ও স্ত্রী ছাড়া আর কেউ থাকতেন না। কে বা কারা রাতের অন্ধকারে কুপিয়ে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনকে গুরুতর জখম অবস্থায় নবীগেঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।