পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে নিহত

প্রকাশ : ০৩ মে ২০১৮, ১৪:৩৫

জাগরণীয়া ডেস্ক

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকিয়া বেগম (৩৫) নামে এক নারী ও তার ৪ বছরের ছেলে সিয়াম নিহত হয়েছে। ৩ মে (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১ টার দিকে পটুয়াখালীর লতাচাপলী ইউনিয়নের আলীপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত জাকিয়ার অপর সন্তান রাজু (১২) গুরুতর আহত হয়েছে। তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের পরিবার ও প্রতিবেশীদের সূত্র জানা যায়, স্বামী সন্তানসহ আলীপুরের একটি টিনসেড বাসায় ভাড়া থাকতেন জাকিয়া। বাসার বৈদ্যুতিক তারের সমস্যা দেখা দিলে বৃহস্পতিবার প্রথমে শিশু সন্তান সিয়াম বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে জাকিয়া বেগম ও তার ছেলে রাজুও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

বাড়ির মালিক মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, দুর্ঘটনার সময় বিদ্যুতের তারে সমস্যার কারণে পুরো টিনসেড বাসা বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতেই মা ও দুই ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিস্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মা ও শিশু সন্তানকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত