প্রধানমন্ত্রীকে ‘মাদার অব এডুকেশন’ উপাধি প্রদান

প্রকাশ : ১২ এপ্রিল ২০১৮, ২২:৪৮

জাগরণীয়া ডেস্ক

সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিলের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব এডুকেশন’ উপাধি দিয়েছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

১২ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলনে কমিটির যুগ্ম-আহ্বায়ক নুরুল হক এ উপাধি দেন।

নুরুল হক এসময় আরো বলেন, কোটা সংস্কার আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ ও মামলা প্রত্যাহার করে নিতে হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এর আগে গতকাল বুধবার জাতীয় সংসদে কোটা ব্যবস্থা বাতিলের কথা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, কোটা নিয়ে যখন এতকিছু, তখন কোটাই থাকবে না। কোনো কোটারই দরকার নেই, যারা প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের আমরা অন্যভাবে চাকরির ব্যবস্থা করে দেব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত