কোটা সংস্কার: ফের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৮, ১৯:১৫
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।
১০ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে কা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ‘কোটা সংস্কার আন্দোলন’র প্রধান সমন্বয়ক রাশেদ খান।
তিনি বলেন, গত ৯ এপ্রিল (সোমবার) আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে সচিবালয়ে আলোচনা করে ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমাদের এই সিদ্ধান্ত সারাদেশের ছাত্রসমাজ প্রত্যাখ্যান করেছেন। তাই আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, গতকাল সংসদে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলায় এবং মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী ‘বাজেটের আগে কোটা সংস্কারের উদ্যোগ নেয়া সম্ভব নয়’- এমন বক্তব্যে বোঝা যায় সরকার এক মাসের আশ্বাস দিলেও তারা এই সংস্কার করতে চায় না। তাই আমরা এখন সুনির্দিষ্ট বক্তব্য না আসা পর্যন্ত রাস্তা ছাড়বো না।
কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রীকে সুনির্দিষ্টভাবে ঘোষণা দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ঘোষণায় কবে নাগাদ কোটা সংস্কার করা হবে সেটি উল্লেখ করতে হবে। এছাড়া গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি এবং আহতদের সরকারি সহায়তায় চিকিৎসা দাবি জানান তারা।
এছাড়া সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়।