ভাড়াটিয়ার যোগসাজশে শিশু অপহরণ: মুক্তিপণ দাবি

প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৮, ১৪:৪২

জাগরণীয়া ডেস্ক

ভাড়াটিয়ার যোগসাজশে আশুলিয়ার মধুপুর থেকে রায়হান নামে এক বছরের শিশুকে অপহরণ করে নিয়ে গেছে একটি চক্র। অপহরণকারীরা ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। সময়মতো টাকা না দিলে শিশুটির ওপর আঘাত নেমে আসবে বলে হুমকি দিয়েছে অপহরণকারীরা।

রায়হানের বাবা আবু তাহের জানান, গত ৫ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে তাদের ভাড়াটিয়া গোলাপী আক্তারসহ দুর্বৃত্তরা রায়হানকে অপহরণ করে নিয়ে যায়। পরে গোলাপী মোবাইল ফোনে জানায়, রায়হান তার হেফাজতে আছে। তাকে পেতে হলে যমুনা সেতুর কাছে ১২ লাখ টাকা নিয়ে যেতে বলা হয়।

রায়হানের মা রুমানা জামান, গোলাপী তার দুই ছেলেকে নিয়ে মার্চ মাসের শেষের দিকে তাদের বাড়িতে ভাড়া ওঠেন। গোলাপী নওগাঁর আত্রাই থানার বাসিন্দা।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, শিশু অপহরণের ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত