ফেনীতে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

প্রকাশ : ০১ এপ্রিল ২০১৮, ২১:৪৯

জাগরণীয়া ডেস্ক

ফেনী রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৬ কেজি গাঁজা ও ৪ বোতল বিদেশী মাদক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত পারুল আক্তার ওরফে বেরাজনী (৩৫)  ও তার স্বামী সোহেল ওরফে কালু (২৮) এবং তাদের সহযোগি মোশাররফ হোসেন (৬৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে কালু প্রথমে পাশের একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে মোবাইল কোর্টের পুলিশও পানিতে ডুব দিয়ে তাকে আটক করে। এসময় কালুর কাছ থেকে ৫ কেজি, বেরাজনীর কাছ থেকে ৫ কেজি, ও মোশাররফ হোসেনের কাছ থেকে  ৬ কেজি গাঁজা ও ৪ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। 

১ এপ্রিল (রবিবার) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

এ প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, আদালত সোহেল ওরফে কালু ও পারুল আক্তার ওরফে বেরাজনীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। মোশাররফ হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত