২ সন্তানকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা
প্রকাশ : ১৭ মার্চ ২০১৮, ১৯:১৫
দুই সন্তানকে বিষ পান করিয়ে রিনা আক্তার (২৯) নামে এক মা আত্মহত্যা করেছেন। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
তবে বিষপানে আহত মেয়ে আফরিন আক্তার (৬) এবং ছেলে আব্দুল মোমিন (৪) শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন।
রিনা আক্তার জেলার সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামের আবির হোসেনের স্ত্রী।
১৭ মার্চ (শনিবার) দুপুরে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিনার মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। এর আগে ১৬ মার্চ (শুক্রবার) রাত ৮টার দিকে রিনাসহ আহতদের হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে সেখান থেকে ছেলেমেয়ের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।
তিনি জানান, বিষপানে আহত ছেলেমেয়েরা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তারা শঙ্কামুক্ত।