'নারীদের আটক করতে নারী পুলিশ কোথায়?'
প্রকাশ : ১১ মার্চ ২০১৮, ২২:৪১
১০ মার্চ (শনিবার) শাহবাগে সরকারি চাকুরির বয়স ৩৫ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সাধারণ ছাত্র পরিষদ। সকাল সাড়ে ১০টার পর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করে। মিছিলটি বাংলামোটর পৌঁছালে পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এ সময় পুলিশ কয়েকজনকে ধরে নিয়ে যায়। আন্দোলনকারীরা জানান গ্রেফতার হয়েছেন ২৫জন। এরই মধ্যে এক নারী আন্দোলনকারীর স্পর্শকাতর স্থান ধরে আটকের ছবি ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অনেকেই বলছেন, একজন পুরুষ পুলিশ সদস্য একজন নারী আন্দোলনকারীর স্পর্শকাতর স্থানে ধরে জনসম্পুখে টেনে হিঁচড়ে আটক করতে পারেন না। নারীদের আটক করতে নারী পুলিশ সদস্যরা কোথায় ছিল?
ছবিতে দেখা যায় বাংলামোটরে মিছিলের মধ্য থেকে পুলিশ ঐ নারীর বুকের পাশে হাত দিয়ে টেনে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে নারীটি ও তার সহপাঠিরা প্রাণপণ চেষ্টা করছেন পুলিশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে।
পুলিশের এমন অদ্ভুত আচরণে ক্ষুদ্ধ আন্দোলনে অংশগ্রহণকারীরা। তারা এর তীব্র নিন্দা ও ঐ পুলিশ সদস্যের বিচার দাবি করেছেন।