কোম্পানীগঞ্জে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ : ২৪ জুলাই ২০১৬, ১৮:০৪
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় শাহনাজ পারভীন রিতা (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (২৪ জুলাই) দুপুরে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত শাহনাজ পারভীন উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রহমান আলী ব্যাপারী বাড়ির সৌদি আরব প্রবাসী মো. সেলিমের স্ত্রী। নিহতের আঠার মাসের একটি শিশু সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, রিতার স্বামী বিদেশে থাকে সেই সুযোগে সে অন্য যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে গেছে এমন সন্দেহে শনিবার বিকেলে রিতার মা তাকে বকাঝকা করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওইদিন রাতেই বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রিতা। কয়েকদিন আগে সে তার বাবার বাড়িতে বেড়াতে এসেছিল।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।