নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশ : ২৪ জুলাই ২০১৬, ১৭:৫৯

জাগরণীয়া ডেস্ক

নাটোরে স্ত্রী হত্যার দায়ে তুষার ইমরান তুফান (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন নাটোরের জেলা ও দায়রা জজ আদালত। 

রোববার (২৪ জুলাই) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত তুষার ইমরান তুফান জেলার বাগাতিপাড়া উপজেলার পাকা দক্ষিণপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।

নাটোর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে ২০১৪ সালের ১১ জুন তুফান তার স্ত্রীকে শারমিন আক্তার সাথীকে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় সাথীর বাবা আকছেদ আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এরপর তদন্ত শেষে তুফানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

পরে শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার দুপুরে তুফানকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেন আদালত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত