‘সরকারের বেতন-ভাতা আসে মেহনতি মানুষদের রক্ত,ঘামে’

প্রকাশ : ২৩ জুলাই ২০১৬, ১৩:২৫

জাগরণীয়া ডেস্ক

সরকারি কর্মকর্তাদের জনসেবার মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেন, “আমাদের পবিত্র সংবিধানের ২১-এর ২ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।’ কাজেই আমাদের সব সময় এটাই মনে রাখতে হবে। আমাদের একটাই লক্ষ্য, জনগণের সেবা করা, জনগণের কল্যাণ করা, জনগণের মঙ্গল করা, জনগণের উন্নতি করা। কাজেই আপনারা যে যেখানে যে দায়িত্ব পালন করছেন, প্রত্যেকেই সব সময় এটা মনে রাখবেন, শুধু চাকরির স্বার্থে চাকরি করছেন না। জনগণের সেবা করাটাই হচ্ছে সবচেয়ে পবিত্র দায়িত্ব। কারণ, বেতন-ভাতা যা কিছু আসে, তা তো আসে ওই আমাদের সেই গরিব কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ তাঁদের ঘাম, তাঁদের রক্ত, তাঁদের শ্রম থেকে।’

শনিবার (২৩ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জনপ্রশাসন পদক-১৬’ প্রদান অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী। 

তিনি আরোও বলেন, ‘আমরা ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। যেসব পদোন্নতি বন্ধ ছিল, সেগুলোতে ব্যাপকহারে পদোন্নতি দিয়েছি। আমরা এ পর্যন্ত ১১৯ জন সচিব, ৬৯৪ জন অতিরিক্ত সচিব ১ হাজার ৪৮৫ জন যুগ্ম সচিব ১ হাজার ৪৯৯ জন উপ-সচিবকে ইতোমধ্যে পদোন্নতি দিয়েছি। এ পদোন্নতি শুধু এখানে নয় সব জায়গাতেই দিয়েছি। দেশের ইতিহাসে এত পদোন্নতি কখনো হয়নি।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘২০০৯ সালে আমরা সকলের বেতন ৬১ ভাগ বৃদ্ধি করি। ২০১৫ সালে আবার বেতন ১২৩ ভাগে উন্নীতি করা হয়েছে। প্রায় ১৮৪ ভাগ বেতন বৃদ্ধি করেছে আওয়ামী লীগ সরকার। আর এই বেতন বৃদ্ধি করা হয়েছে তারা যেন পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারে। পাশাপাশি সরকারি কাজে যেন আরো গতিশীলতা আসে।’

এ অনুষ্ঠানের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘জনপ্রশাসন পদক-১৬’ দেওয়া হলো। দল ও প্রতিষ্ঠানের পাশাপাশি জনপ্রশাসনে কর্মরত জাতীয় ও জেলা পর্যায়ের ৩০ কর্মকর্তা-কর্মচারী, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন, তাঁদের মধ্যে জনপ্রশাসন পদক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত