প্রেমের প্রস্তাব প্রত্যাখান, মাদ্রাসাছাত্রীকে মারধর
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৭
বরগুনার পাথরঘাটায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মো. শাকিল নামে এক বখাটে মাদ্রাসা ক্যাম্পাসের মধ্যে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে চড় থাপ্পড় দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। বখাটে ওই যুবক চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে শাকিল আহম্মেদ (২২)।
৫ ফেরুয়ারি (সোমবার) সকাল পৌনে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের হাড়িটানা ছালেহিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সহপাঠী শিক্ষার্থী রুবী আক্তার ও তানজিলা আক্তার জানায়, বখাটে শাকিল অনেক আগ থেকেই মাদ্রাসায় আসা-যাওয়ার পথে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। মেয়েটি প্রস্তাব প্রত্যাখান করায় সোমবার সকালে ক্যাম্পাসে প্রবেশ করার পর শাকিল তাকে চড় থাপ্পড় দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসময় মাদ্রাসার শিক্ষার্থীরা ধাওয়া করলে বখাটে শাকিল পালিয়ে যায়।
হাড়িটানা দাখিল মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট মো. ফারুক বলেন, এ ঘটনায় অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে আইনের আশ্রয় নেওয়া হবে।
পাথরঘাটা থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, মেয়েটির দাদা মো. সিদ্দিক ফকির বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।