‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল’
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৪
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন সারা বিশ্বের রোল মডেল। শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবেন বাংলাদেশ ততদিন উন্নয়নের পথে এগিয়ে যাবে। নারীদের সকল অধিকার বর্তমান সরকারের সময়েই রক্ষা করা হয়েছে- বললেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
২ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চালাআটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনে ভোট দেয়ার জন্য আহবান জানিয়ে বলেন, আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হলে মানুষের সকল অধিকার রক্ষা হবে এবং নতুন নতুন অধিকার যুক্ত হবে। এসময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খুরশিদ আলম বাবুল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক, সাধারণ সম্পাদক লায়ন শিবলী সাদিকসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।