উইদোদো-শেখ হাসিনার বৈঠক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৮, ১৪:২২

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশ সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসছেন। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যে পাঁচটি চুক্তি ও সমঝোতা সই হওয়ার কথা রয়েছে।

২৮ জানুয়ারি (রবিবার) ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকের পর উইদোদো কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তাদের মুখ থেকে শুনবেন তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। রাতে ঢাকায় ফিরেই জাকার্তার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর।

প্রসঙ্গত, তিনদিনের রাষ্ট্রীয় সফরে ২৭ জানুয়ারি (শনিবার) ঢাকায় এসে পৌঁছেছেন জোকো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত