স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল কলেজছাত্রী

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৮, ১৬:১৫

জাগরণীয়া ডেস্ক

সাভারে এক কলেজ শিক্ষার্থীর চেষ্টায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী। ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে ভাকুর্তা এলাকার উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্কুল শিক্ষার্থীর পরিবার ও স্থানীয়রা জানায়, ভাকুর্তার উত্তর পাড়া এলাকার পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই এলাকার আব্দুল খালেকের ছেলে মোক্তার হোসেনের পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই বরপক্ষের লোকজনও ওই বাড়িতে চলে আসে। 

পরে এনজিও কর্মী সাভার কলেজের ছাত্রী মনিকা আক্তার ওই বিয়েতে উপস্থিত হয়ে বাল্যবিয়ের কুফল সম্পর্কে স্কুলছাত্রীর পরিবারকে অবহিত করেন। তাতেও কাজ না হলে একপর্যায়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর ওতার পরিবারের লোকজন বিয়ের আসর থেকে পালিয়ে যায়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল বাল্যবিয়ে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত