মন্ত্রিসভার দপ্তর পুনর্বন্টন সম্পন্ন

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৮, ১৫:৩৫

জাগরণীয়া ডেস্ক

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শেষ বছরে ৮ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন করা হয়েছে।  ৩ জানুয়ারি (বুধবার) দুপুরে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন। 

ব্রিফিং থেকে জানা যায়, এতদিন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা রাশেদ খান মেননকে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

মন্ত্রিসভায় এ রদবদলে ডাক টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী করা হয়েছে তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বারকে।

আনোয়ার হোসেন মঞ্জুকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এতদিন তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

জাতীয় পার্টির নেতা আনিসুল হক মাহমুদকে বনমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে তিনি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নারায়ণ চন্দ্রকে মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে তারানা হালিমকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

নূরুজ্জামান আহমেদকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হেয়েছে।

এদিকে একেএম শাহজাহান কামালকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া কাজী কেরামত আলীকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রী করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত