মহিউদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৭, ১২:৩৭

জাগরণীয়া ডেস্ক

 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) এক শোকবার্তায় সাবেক মেয়রের মৃত্যুকে রাজনৈতিক অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পৃথক এক শোকবার্তায় মরহুমের সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে দিনগত রাত তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত