গোপালগঞ্জে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৭, ২১:৫৫
গোপালগঞ্জে মেবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনের নামে মামলা হয়েছে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার এসআই প্রকাশ কুমার বোস।
আসামিরা হলেন - প্রসেনজিৎ বিশ্বাস (১৯), তার বন্ধু বিপ্লব সরকার (২০), অখিল সরকার (২১), চন্দন বিশ্বাস (২৩) ও শ্যামল শীল (২০)।
এসআই বলেন, উপজেলার ধোপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন দীঘড়গাতী গ্রামের বিধান বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ। গত ১ ডিসেম্বর (শুক্রবার) বিকালে দেখা করার কথা বলে মোবাইল ফোনে তাকে বাড়ি থেকে ডেকে নেন প্রসেনজিৎ। পরে তাকে জিকাবাড়ী কমিউনিটি ক্লিনিকের পাশে ঝোপের মধ্যে নিয়ে চার বন্ধুর সহযোগিতায় ধর্ষণ করে কৌশলে পালিয়ে যান।
খবর পেয়ে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় বলে জানান এসআই প্রকাশ।
তিনি বলেন, প্রধান আসামি প্রসেনজিৎকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আর অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।