বরিশালে শেখ হাসিনা সেনানিবাস স্থাপন প্রকল্পের অনুমোদন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৭, ০০:৩৫
বরিশালে শেখ হাসিনা সেনানিবাস স্থাপন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। এক হাজার ৬৯৯ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি বরিশালের বাকেরগঞ্জ এবং পটুয়াখালীর দুমকি ও মির্জাগঞ্জ উপজেলায় বাস্তবায়ন করবে সরকার। ২০২১ সালের জুনের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করতে চায় সরকার।
১৪ নভেম্বর (মঙ্গলবার) রাজধানীর এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পটি অনুমোদন পায়।
আজকের একনেকে তিন হাজার ৩৩৩ কোটি টাকা ব্যয়ের মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলোর মধ্যে আছে- মোংলা বন্দর চ্যানেলে ডেজিং প্রকল্প, ঝিনাইদহে টেক্সটাইল কলেজ স্থাপন এবং খুলনা ও যশোরে ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ২০১৬-১৭ অর্থবছরে ৭ দশমিক ২৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। কৃষিখাতে আমাদের প্রবৃদ্ধি হচ্ছে ২ দশমিক ৯৭ ভাগ, শিল্পখাতে ১০ দশমিক ২২ ভাগ ও সেবাখাতে ৬ দশমিক ৬৯ ভাগ।