আগৈলঝাড়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৭, ১৭:৩২
বরিশালের আগৈলঝাড়ায় নেশাদ্রব্য খাইয়ে স্কুলছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি তাপস শীলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ অক্টোবর (শুক্রবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে উপজেলার টরকী বন্দরে তার নিজের সেলুন থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত তাপস শীল ধর্ষণ ছাড়াও সেলুন ব্যবসার আড়ালে মাদক বিক্রির ঘটনার চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।
এর আগে একই মামলার গ্রেপ্তার হওয়া আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের দ্বীজেন জয়ধরের ছেলে দীপক, তার মা পুস্প জয়ধর ও স্ত্রী কচি জয়ধরকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।
মামলার অভিযোগ, স্কুল ছাত্রীকে ইয়াবা খাইয়ে বেসামাল করে কাওসার তাকে ধর্ষণ করে।
ঘটনার পর ৩০ জুলাই স্কুলছাত্রী বাদী হয়ে তাপসের বন্ধু কাওসার ফকির, ধর্ষণের সহয়তার জন্য দীপক জয়ধর, তার মা পুষ্প রানী, স্ত্রী কচি রানী ও তাপস শীলকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।