সাভারে মাদ্রাসা শিক্ষিকাকে অপহরণ

প্রকাশ : ১৩ জুলাই ২০১৬, ০১:৩২

জাগরণীয়া ডেস্ক

সাভারে এক মাদ্রাসা শিক্ষিকাকে (২৫) অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহরণের পরে ওই শিক্ষিকার পরিবারের কাছে মুঠোফোনে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে তারা।

সোমবার (১১ জুলাই) সকালে সাভারের বিরুলিয়া রোডের পাশে মজিদপুর এলাকায় তালিমুন্নিসা মহিলা মাদ্রাসা থেকে ওই শিক্ষিকাকে অপহরণ করে দুর্বৃত্তরা।

অপহৃত ওই শিক্ষিকার ভাই সাংবাদিকদের জানান, তাঁর বোন মজিদপুর এলাকার তালিমুন্নিসা মহিলা মাদ্রাসার শিক্ষক। সোমবার (১১ জুলাই) সকালে দুর্বৃত্তরা মাদ্রাসা থেকে তাঁর বোনকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। তারা পরে মুঠোফোনে তাঁদের পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি করা টাকা সময়মতো না দিলে তাকে হত্যা করে লাশ গুম করা হবে বলে হুমকি দেন। পরে তারা আজ সকালে সাভার মডেল থানায় অপহরণের একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ অভিযোগ না নিয়ে টালবাহানা শুরু করে। পরে বিকেলে পুলিশ অপহরণের ডায়েরি না নিয়ে নিখোঁজ হয়েছে এই ডায়েরি নেয়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান কোনো কথা বলতে রাজি হননি।

সূত্র: এনটিভি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত