নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৩
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর (রবিবার) নিউ ইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছালে তাঁকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা স্বাগত জানান।
নিউইয়র্কের স্থানীয় সময় ১৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল থেকে ব্যস্ত সময় কাটাবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসূচির প্রথম দিনে জাতিসংঘ সংস্কার বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। জাতিসংঘ সদর দপ্তরে ‘প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউস’ শীর্ষক আরও একটি বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর কনভেনি কনফারেন্স সেন্টারে আয়োজিত ‘গ্লোবাল ডিল ফর ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ’ বিষয়ে উচ্চ পর্যায়ের এক ফলোআপ বৈঠকে অংশ নেবেন। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী সেরিং টবগের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ সেপ্টেম্বর (শুক্রবার) নিউইয়র্ক থেকে সড়কপথে ভার্জিনিয়ার উদ্দেশে রওনা দেবেন। ভার্জিনিয়ায় এক সপ্তাহ অবস্থানের পর তিনি ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) দেশের উদ্দেশে রওনা দেবেন ২ অক্টোবর (সোমবার) দেশে ফিরবেন।