কেরানীগঞ্জে গৃহবধূ হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৭

জাগরণীয়া ডেস্ক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে গেপ্তার করেছে পুলিশ। ঘটনার সাত দিন পর গাজীপুরের জয়দেবপুর থেকে ১৬ সেপ্টেম্বর (শনিবার) রাতে তাকে প্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কাশেম (৫০) দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি কারখানায় নিরাপত্তা প্রহরীর কাজ করেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে স্ত্রী মিনারা (৪০) ও সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই শরিফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই শরিফুল বলেন, গত ৮ সেপ্টেম্বর (শুক্রবার) স্ত্রী মিনারা কাশেমের জন্য খাবার নিয়ে কারখানায় আসেন। পরদিন ৯ সেপ্টেম্বর (শনিবার) সকালে কারখানা থেকে মিনারার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে কাশেম পলাতক ছিলেন।

এ ঘটনায় মিনারার বড় ভাই আইয়ুব আলী বাদী হয়ে কাশেমকে একমাত্র আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

তিনি বলেন, মিনারাকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাশেম স্বীকার করেছেন। ১৭ সেপ্টেম্বর (রবিবার) আবুল কাশেমকে আদালতে হাজির করা হবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত