সুনামগঞ্জে রোহিঙ্গাদের নাগরিকত্ব সনদ !

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪২

জাগরণীয়া ডেস্ক

মিয়ানমার থেকে পালিয়ে আসা ছয় রোহিঙ্গাকে সুনামগঞ্জের তাহিরপুরে নাগরিকত্ব সনদ দেয়া হয়েছে। উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিনের বিরুদ্ধে সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। 

১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নাগরিকত্ব পাওয়া ছয়জনসহ ১১ জনকে আটক করেছে বাদাঘাট পুলিশ ক্যাম্প। এ সময় সনদগুলো উদ্ধার করা হয়।

পালিয়ে আসা রোহিঙ্গারা হলো- মিয়ানমারের আকিদাবাদ জেলার মংডু থানার কুয়ান শিবং গ্রামের সাকির আহমদের ছেলে আবদুছ ছবুর, তার স্ত্রী আমিনা বেগম, ছেলে আবদুল হালিম, মেয়ে হালিমাতুস সাহিয়া, তালিহা আক্তার, উম্মা বেগম, আবদুল হাসিমের স্ত্রী উম্মুল খাইরিন ও মেয়ে মোশারফা।

বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই তপন কুমার দাস বলেন, তিন মাস আগে উত্তর বড়দল ইউনিয়নের গুটিলা গ্রামের তুতা মিয়ার ছেলে আল আমিনের বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল। 

আটক রোহিঙ্গাদের টেকনাফে পাঠিয়ে দেওয়া হবে বলে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর জানান।

তবে রোহিঙ্গাদের নাগরিকত্ব সনদপত্র প্রদানের বিষয়ে কথা বলতে চাইলে ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন বিষয়টি এড়িয়ে যান। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত