শ্রেণিকক্ষে শিক্ষক ধর্ষণের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

প্রকাশ : ২৪ আগস্ট ২০১৭, ১৭:০৫

জাগরণীয়া ডেস্ক

বরগুনার বেতাগী উপজেলার উত্তর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ওই বিদ্যালয়ের শিক্ষককে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

২৪ আগস্ট (বৃহস্পতিবার) সকালে শহরের সেন্টু মার্কেটের সামনে এই কর্মসূচির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রধান শিক্ষক মারুফুল হক, ফারুকা বেগম, মনোয়ারা খাতুন, সহকারী শিক্ষক আব্দুল মালেক, রোখসানা আরা মলি, কামাল উদ্দিন, গোলাম হামিদ, তোজাম্মেল হক, আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।

বক্তারা বলেন, স্বামীকে পাশের ঘরে আটকে রেখে নিজ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে একজন শিক্ষককে ধর্ষণের ঘটনা সামাজিক অবক্ষয়ের প্রতিরুপ। এর মাধ্যমে দেশ, জাতি ও শিক্ষকদের লাহ্নিত ও লজ্জিত করা হয়েছে। এমন ঘটনার দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি হওয়া উচিৎ। নইলে এমন ঘটনা আবারও ঘটবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত