মায়ের সামনে ছেলের মর্মান্তিক মৃত্যু

প্রকাশ : ১৪ আগস্ট ২০১৭, ২২:৫৫

জাগরণীয়া ডেস্ক

স্কুল লাইব্রেরিতে বই নিতে গিয়ে আলমারি চাপায় মা মিন্টু দত্তের সামনেই মারা গেল সন্তান। নিহত শিশু শিক্ষার্থীর নাম জয়দ্বীপ দত্ত (১২)। 

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালির পাথরঘাটায় সেন্ট প্লাসিডস স্কুলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পঞ্চম শ্রেণির ছাত্র। মা মিন্টু দত্ত একই স্কুলের লাইব্রেরি ইনচার্জ হিসেবে কর্মরত। এ ঘটনায় স্কুলে শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, জয়দ্বীপের বাবা দেবাশীষ দত্ত ক্রেডিট আনোয়ারা মিশনারি স্কুলের শিক্ষক। দুই ছেলে নিয়ে এ শিক্ষক দম্পতি নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার হাজী কলোনিতে বসবাস করেন।

জয়দ্বীপের কাকা দেবদাস দত্ত বলেন, প্রতিদিনের মতো ১৩ আগস্টও (রবিবার) মা মিন্টু দত্তের হাত ধরে স্কুলে গিয়েছিল জয়দ্বীপ। ওই স্কুলের লাইব্রেরিতে মা মিন্টু দত্তের কর্মস্থল। মায়ের সঙ্গে বাড়ি ফিরতে অপেক্ষা করছিল জয়দ্বীপ। কিন্তু দায়িত্ব শেষ করা পর্যন্ত সময় পার করতে একটি গল্পের বই পড়তে দেখিয়ে দেন মা মিন্টু দত্ত। বইটি নিতে গেলে জয়দ্বীপের ওপর কাত হয়ে পড়ে বইভর্তি আলমারি। সঙ্গে সঙ্গে মা মিন্টু দত্ত চিৎকারে করে আলমারির নিচ থেকে জয়দ্বীপকে বের করার চেষ্টা করেন। একা উদ্ধার করতে না পেরে চিৎকার দেন। আশপাশের কক্ষ থেকে অন্য শিক্ষক-কর্মচারীরা ছুটে এসে জয়দ্বীপকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। কিন্তু এর আগেই জয়দ্বীপের দেহ নিথর হয়ে পড়ে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক ভুঁইয়া জানান, স্কুল লাইব্রেরিতে আলমারি চাপা পড়ে গুরুতর আহত হয় জয়দ্বীপ। চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত