মিতু হত্যার সন্দেহভাজন ২ আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
প্রকাশ : ০৫ জুলাই ২০১৬, ১৩:০১
চট্টগ্রামে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার সন্দেহভাজন দুই আসামি রাশেদ ও নূরনবী পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) ভোররাত ৩টা নাগাদ রাঙ্গুনিয়ার উপজেলার রাণীরহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।
মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (দক্ষিণ) মো.কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে দাবি পুলিশের।
কামরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মিতু হত্যার মামলার মোস্ট ওয়ান্টেড রাশেদ ও নবী রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি এলাকায় অবস্থান করছে, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখানে গেলে আসামিরা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আমরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ি। একপর্যায়ে রাশেদ ও নবী মারা যান।’
নবী সরাসরি কিলিং মিশনে অংশ নিয়ে মিতুকে ছুরিকাঘাত করেন বলে আদালতে দেওয়া দুই আসামির জবানবন্দিতে উঠে আসে। আর রাশেদ কিলিং মিশনের সময় ঘটনাস্থলে থেকে খুনিদের সহযোগিতা করেছিল।
গত ২৯ জুন থেকে রাশেদ ও নবীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
উল্লেখ্য, গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলে নেওয়ার পথে চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় দুর্বৃত্তদের কোপ ও গুলিতে নিহত হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে একটি মামলা করেন।