তুফান ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৭, ১৯:৪৮
বগুড়ায় কলেজছাত্রীকে ধর্ষণ ও তাঁর মা’সহ মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনার তুফান সরকার ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে মানবন্ধন হয়েছে গাইবান্ধায়।
৭ আগস্ট (সোমবার) শহরের ডিবি রোডে জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা জিয়া পরিষদের সদস্য সচিব খন্দকার আহাদ আহমেদ, সাবেক এমপি সাইফুল আলম সাজা, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, নাজমুন নাহার শান্তি, দিলরুবা পারভিন ঝর্না, ঝর্না মান্নান, মৌসুমী আকতার তমা, শহীদুজ্জামান শহীদ, কামরুল হাসান সেলিম, আব্দুল মোন্নাফ আলমগীর, ইলিয়াস হোসেন, আব্দুর রাজ্জাক ভুট্টু, কামাল হোসেন, আব্দুল হাই, খন্দকার আলামিন, শফিকুর রহমান খোকা, রোকসানা পারভীন রিনা, লাইলী বেগম, পারুল বেগম, রুবী বেগম, মারিয়া বেগম প্রমুখ।
বক্তারা কলেজছাত্রীকে ধর্ষণ এবং ধর্ষিতা ও তার মাকে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনার প্রধান নায়ক তুফান সরকার ও তার সহযোগীদের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানান।