২৪ ঘণ্টার মধ্যে সিটিসেলের তরঙ্গ চালুর নির্দেশ
প্রকাশ : ২৫ জুলাই ২০১৭, ২৩:১৫
বাংলাদেশের সর্ব প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের বরাদ্দকৃত তরঙ্গ ২৪ ঘণ্টার মধ্যে চালুর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে সিটিসেলের লাইসেন্স পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।
২৫ জুলাই (মঙ্গলবার) বিটিআরসির বিরুদ্ধে করা আদালত অবমাননার এক আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
২৪ জুলাই (সোমবার) বিটিআরসি সিটিসেলের লাইসেন্স বাতিল করে দেয়। এরপর সিটিসেল কর্তৃপক্ষ আদালত অবমাননার অভিযোগে একটি আবেদন দায়ের করে। আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও আহসানুল করিম।
এর আগে গত বছর ২১ অক্টোবর বকেয়া টাকা পরিশোধ করা হয়নি এ অভিযোগে সিটিসেলের কার্যক্রম (স্পেকট্রাম বা তরঙ্গ) স্থগিত করে দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। এ সিদ্ধান্ত স্থগিত চেয়ে ২৫ নভেম্বর আপিল বিভাগে আবেদন করে সিটিসেল।