গুলশান হামলা: আহতরা শংকামুক্ত

প্রকাশ : ০২ জুলাই ২০১৬, ০৩:৩৫

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর গুলশান ২ এর ৭৯ নং সড়কে হলি আর্টিসান রেস্তোঁরায় সন্ত্রাসী হামলার ঘটনায় আহত যারা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা সবাই শংকামুক্ত বলে জানিয়েছেন ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ এর উপ কমিশনার শেখ নাজমুল আলম।

ওসি সালাহ উদ্দিন ও ডিবির এসি রবিউল নিহত হবার ঘটনা নিশ্চিত করে নাজমুল আলম সাংবাদিকদের বলেন, "সঠিক কতোজন আহত হয়েছেন বলতে পারবো না, তবে ২০ জনের মতো হবে"।

আহতদের এখন কি অবস্থা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এখন যারা আছেন তারা সবাই আশংকামুক্ত"।

উল্লেখ্য, রাত পৌনে ৯টার দিকে ৮/৯ জন অস্ত্রধারী যুবক 'আল্লাহু আকবর' বলে স্লোগান দিতে দিতে হলি আর্টিসান নামক ঐ রেস্তোঁরায় আক্রমন চালায়। এসময় তারা ফাঁকা গুলি ছুঁড়ে সবাইকে জিম্মি করে নেয় ও বোমার বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় নিহত হয়েছেন বনানী থানার ওসি সালাহ উদ্দিন ও ডিবির সহকারী কমিশনার রবিউল। পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

রেস্তোঁরার ভেতরে কর্মচারী ও কিছু বিদেশি নাগরিক সহ ৩০ জনেরও বেশি জিম্মি হয়ে আছেন। পুলিশ ভেতরে গুলি চালালে জিম্মিদের হত্যা করা হবে বলে হুমকিও দেয়া হয়েছে আক্রমনকারীদের পক্ষ থেকে। বর্তমানে গুলশান বনানী এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত