তানবীরা তালুকদার
প্রবাসী লেখক ও সংস্কৃতিকর্মী
তানবীরা তালুকদার, জন্ম ২৯শে আষাঢ়, ঢাকা। নেদারল্যান্ডস প্রবাসী। কিন্তু দেশের সাথে নাড়ীর যোগাযোগ কাটেনি। পেশায় একাউনটেন্ট। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িয়ে আছেন। অবসর সময়ে আবৃত্তি, নাচ ও নাটকের পাশাপাশি লেখালেখি করার চেষ্টা করেন। লেখালেখিতে নিছক গল্প নেই, সত্যের ওপর দাঁড়ানো, আর জীবন দিয়ে উপলব্ধি করা অনুভূতি তার লেখার উপজীব্য। লেখালেখির শুরু ছোটবেলা থেকেই। তার প্রকাশিত গল্প গ্রন্থের নাম “পাহাড় আর নদীর গল্প” (২০১৩), “শুক-সারি গল্পেরা নাগালে” (২০১৯), এবং “একদিন অহনার অভিবাসন” তার লেখা উপন্যাস (২০১৪)। “ইয়েপ আর ইয়ানেক্কে” (২০১৭) ডাচ ভাষা থেকে বাংলায় তার প্রথম অনূদিত বই। প্রাথমিক শিক্ষা নিয়ে লিখেছেন “তিন ভুবনের শিক্ষা”। ২০১১ সালে ডয়েচে ভেল আয়োজিত “ববস” সেরা ব্লগ নির্বাচন প্রতিযোগিতায় তার নিজস্ব ব্লগ http://ratjagapakhi.blogspot.nl/ মনোনয়ন পেয়েছিল।
- ২৩ মার্চ ২০২১, ১৯:১৮
- ১৯ আগস্ট ২০১৮, ২৩:৩১
- ১৪ আগস্ট ২০১৮, ২৩:০৪
- ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫২
- ২৬ আগস্ট ২০১৭, ০০:৫৬
- ০৫ জুলাই ২০১৭, ২৩:২৯
- ০৫ জুলাই ২০১৭, ২৩:১৭
- ১৩ এপ্রিল ২০১৭, ১৬:৫৪
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত