বীমার টাকা পেতে নিজের হাত, পা কর্তন!

প্রকাশ : ২৯ আগস্ট ২০১৬, ১৪:২২

জাগরণীয়া ডেস্ক

লোভ মানুষকে কী না করতে বাধ্য করে! বীমা সংস্থার কাছে থেকে দুর্ঘটনার জন্য দেড় লক্ষ ডলার আদায় করতে নিজের হাত-পা কাটতেও দ্বিধা করলেন না ভিয়েতনামের এক নারী। প্রায় আড়াই হাজার ডলারের বিনিময়ে এই ঘটনায় সাহায্য করেছেন তারই এক বন্ধু।

পুলিশ জানিয়েছে, ভিয়েতনামের কেং প্রদেশে স্বামী ও দুই সন্তানের সঙ্গে থাকেন লাই থি এন (৩০) নামের ওই মহিলা। বীমা সংস্থার কাছ থেকে বিপুল পরিমাণের এই অর্থ দাবি করার জন্য দুর্ঘটনার একটি ছক কষেন তিনি। তাকে এই কাজে সাহায্য করেন তারই এক বন্ধু। প্রথমে তারা দু’জনে হ্যানয়ের একটি ফাঁকা রেল স্টেশনে যান। রেল লাইনের ধারে তার এক হাত এবং একটি পা কাটেন তার বন্ধু ডোয়েন বেন। তারপর রক্তাক্ত অবস্থায় রেল লাইনের ধারে বসে থাকেন লাই। ও দিকে ডোয়েন এই ঘটনার পর সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স ডাকেন। পুলিশও ঘটনাস্থলে আসে। তার পর লাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের কাছে ডোয়েন বলেন ট্রেনের ধাক্কায় হাত-পা কাটা পড়েছে তার বন্ধু লাইয়ের। হাসপাতালে নিয়ে এসে লাইয়ের কাটা হাত-পা জোড়া লাগানো হয়। কিন্তু কিছু দিন পরেই সংক্রমণের কারণে ফের তার হাত-পা বাদ দিতে হয়।

পুলিশ এর জিজ্ঞাসাবাদে প্রতিবারই লাই বলেছেন পরিবারের সঙ্গে অশান্তি করে তিনি ওই স্টেশনে গিয়ে লাইন ধরে হাঁটছিলেন। তখনই ট্রেনের ধাক্কায় তার হাত-পা কাটা পড়ে। এক ব্যক্তির চোখে পড়ায় তিনিই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু পুলিশের কোথাও একটা সন্দেহ হয় লাই এবং ডোয়েনের কথায়। 

ঘটনাস্থলে গিয়ে পুলিশ অনুমান করে, এই ঘটনার জন্য লাই এমন একটা জায়গা বেছে নিয়েছিলেন যাতে সেখান থেকে সহজেই অ্যাম্বুল্যান্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় এবং পুলিশকেও সহজে খবর দেওয়া যায়। 

এক পুলিশ অফিসার জানান, খবর পেয়ে যখন তারা ঘটনাস্থলে যান, হাত-পা কাটা সত্ত্বেও লাইকে নির্বিকার ভাবে বসে থাকতে দেখেন। তা ছাড়া বার বার পুলিশকে এটাকে দুর্ঘটনা বলে মামলা করার জন্য বলেছিলেন লাই।

সন্দেহের বশে ডোয়েনকে যখন পুলিশ আটক করে জেরা করে, পুরো ঘটনা স্বীকার করেন তিনি। বীমা সংস্থার কাছ থেকে কী ভাবে অত পরিমাণ টাকা দাবি করা যায়, কী ভাবে এর জন্য পরিকল্পনা করা হয় সব কিছুই লাই তাকে বলে দিয়েছিলেন। এর জন্য ডোয়েন দেড় লক্ষ টাকা পেয়েছিলেন লাইয়ের কাছ থেকে।

এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নানা রকম প্রতিক্রিয়া আসতে শুরু করে। লাই ফ্যান নামে এক ব্যক্তি যেমন লিখেছেন, “টাকা গেল, হাত-পা ও গেল, এখন জেলে যাও। কোনও লাভই হল না।”

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে, ব্যবসায় লোকসান হওয়ার জন্য লাই হয়তো এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারণার ব্যাপারে সে দেশে এখনও পর্যন্ত কোনও আইন তৈরি হয়নি। তাই লাই ও ডোয়েনের বিরুদ্ধে কী ধরনের মামলা করবে তা নিয়ে এখনো দ্বিধান্বিত পুলিশ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত