এ যুগের নব্য আইনস্টাইন

প্রকাশ : ১২ মার্চ ২০১৭, ০০:০৫

জাগরণীয়া ডেস্ক

এমআইটি-ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি। এ শিক্ষা প্রতিষ্ঠান সকল প্রযুক্তিপন্ডিতদের স্বপ্নের গন্তব্য। যুক্তরাষ্ট্রের এই এমআইটিরই এক ছাত্রীর নাম সাবরিনা পাস্তারস্কি। তাকে এখন বলা হয় নব্য আইনস্টাইন।

এমআইটিতে যখন পা রাখেন তখন তার বয়স ১৪ বছর। কিন্তু সেটাও বড় কথা নয়, কারণ এরও দুই বছর আগে অথাৎ ১২ বছর বয়সে সাবরিনা একটি উড়োজাহাজ বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন।

সেই প্লেন কোনো ছোট-খাটো রেপ্লিকা ছিলো না, রীতিমতো হাওয়াও উড়িয়ে চলা প্লেন যাতে চরে নিজেই বেশ ঘুরেও বেরিয়েছেন তখন কিশোরী এই মেয়েটি।

এখন তার বয়স ২৩। এরই মধ্যে তার মেধা ও জ্ঞান আরও বেড়েছে। ফলে আশেপাশে সবাই তাকে নব্য আইনস্টাইন বলতে শুরু করেছে। এমআইটি থেকে ইতিহাসের সর্বোচ্চ নম্বর নিয়ে তিনি এরই মধ্যে স্নাতক শেষ করেছেন। হার্ভার্ডে এখন পদার্থবিদ্যায় পিএইচডি করছেন। কোয়ান্টাম গ্র্যাভিটি, ব্ল্যাকহোল, স্পেসটাইম এসবই সাবরিনা পাস্তারস্কির গবেষণার বিষয়। সারাবিশ্বে বিজ্ঞানী মহলে তাকে নব্য আইনস্টাইন নামেই চিনবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত